জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করেছে রেল বিভাগ। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিনকে প্রধান করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম আজ শনিবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দুঘর্টনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান তিনি।
আজ সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল ও গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জয়পুরহাটের পুলিশ সুপার জানিয়েছেন। দুর্ঘটনায় ১১ জন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির ও সদর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেন।