এরশাদুল বারী তুষার
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস পালিত হচ্ছে।এ উপলক্ষে আজ (বুধবার) ভোরে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এর পরই শহরের জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানের ‘৭১ফুট উচ্চ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে’ প্রথম পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ।
এর পর একে একে জেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করা হয়