মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল বুধবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, আগামীকাল বুধবার ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
একই সঙ্গে দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বন্দরের ভেতরে পণ্য খালাস, ভর্তি. ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।