Tuesday , April 16 2024
Home / জয়পুরহাট সদর / জয়পুরহাটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১ হাজার ৬৭০ জনকে সেবা প্রদান

জয়পুরহাটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১ হাজার ৬৭০ জনকে সেবা প্রদান

 

শাহাদুল ইসলাম সাজু,জয়পুরহাট

 কোভিড-১৯ করোনার ঝুঁকি মাথায় নিয়ে জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১ হাজার ৬৭০ জন মা ও শিশুকে সেবা প্রদান করা হয়েছে।
মা ও শিশু কল্যাণ কেন্দ্র সূত্র  জানায়, গত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১ হাজার ৬৭০ জন মা ও শিশুকে সেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে ২৩ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারীসহ প্রসবের আগে ও পরে ২ শ ৫০ জন মাকে সেবা প্রদান করা হয়। পাশাপাশি মা ও শিশু সাধারণ রোগী হিসেবে ১ ২শ ৮ জনকে সেবা প্রদান করা হয়েছে। এ ছাড়া শিশু রয়েছে শূন্য থেকে এক বছর বয়সের ৬৪ জন ও এক থেকে ৫ বছর পর্যন্ত ১২৫ জন।

প্রসূতি সেবা ছাড়াও ইমুনাইজেশন ও জন্মবিরতিকরণ কার্যক্রম ও অব্যাহত রয়েছে বলে জানান, সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা: শাহানা খাতুন।

 

About Joypur Hat

Check Also

জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় ৪ সাংবাদিক আহত : দোষীদের শাস্তি দাবি বিএফইউজে ও ডিইউজের

  জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ …