Friday , March 29 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / অপরাধ জগত / জামিন নিয়ে অস্ট্রেলিয়ায় পলাতক র‍্যাব তালিকাভুক্ত হিযবুত তাহরীর সদস্য

জামিন নিয়ে অস্ট্রেলিয়ায় পলাতক র‍্যাব তালিকাভুক্ত হিযবুত তাহরীর সদস্য

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত দল হিযবুত তাহরীর বেশকিছু নেতা এখনো গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছেন। ২০০৯-২০১০ সালের দিকে তাদের দেশবিরোধী নানা কর্মকান্ড দমন করতে কঠোরভাবে মাঠে নামে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে আদালতের নির্দেশে এইদল নিষিদ্ধ করার পর তাদের অনেক নেতা-কর্মী গ্রেফতার হন আবার অনেকে পলায়ন করেন। যারা পালিয়ে আছেন তাদের মধ্যে অনেকেই আবার এখন নাম-পরিচয় গোপন করে এখনো সক্রিয় ভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এইতো কিছুদিন আগে এরকম অভিযোগে রাজধানীর গেন্ডারিয়া থেকে কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনই একজন হলেন শাহেদুন আমিন চৌধুরী।

২০১২ সালে ৭ই জানুয়ারি রাজধানী ঢাকার কাকলী পুলিশ চেকপোষ্টের কাছাকাছি নিজ দলের আরো ৪/৫ জন সদস্যকে নিয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রমের প্রচার এবং দেশের আইন এবং সরকার বিরোধী নানা রকম লিফলেট বিতরন কালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা একজন নেতাকে গ্রেফতার করতে সক্ষম হন। অন্যরা এই অভিযানের সময় পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মুন্সিগঞ্জের টংগী বাড়ি এলাকার বসবাসরত জনাব আমিনুর রহমান চৌধুরীর পুত্র৷ ওইসময় তারা মোহাম্মদপুর থানার শংকর এলাকায় বসবাস করতেন। র্যাবের করা মামলায় সাত দিনের রিমান্ডে তিনি স্বীকার করেন যে তারা সবাই হিযবুত তাহরীর সক্রিয় সদস্য। পরবর্তীতে ছয় মাস জেলে থাকার পর এক সময় তিনি জামিন পেয়ে পরবর্তীতে দেশত্যাগ করতে সক্ষম হন। এই কয়েকবছর পালিয়ে থাকতে সক্ষম হলেও কিছুদিন আগেই গত অক্টোবর মাসের ৬ তারিখ, ড্যা বিজনেস স্ট্যান্ডার্ড এ একটি আর্টিকেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহেদুন আমিন চৌধুরীর নিজের দেয়া কিছু পোষ্ট এবং ছবি দেখে জানতে পারা যায় যে, তিনি অস্ট্রেলিয়াতে আছেন। এবং সেখানে থেকেই এখনো বিলুপ্ত সেই হিযবুত তাহরীর মতবাদ নিজের মধ্যেই লালন করে আছেন, হয়তো তিনি এখনো সেই নিষিদ্ধ দলের প্রচাএ চালিয়ে যাচ্ছেন এবং নাম, পরিচয় গোপন করে হয়তো অর্থসাহায্যও করছেন বলে মনে করা হচ্ছে। এতো বছর পলাতক থাকার পর অবশেষে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েছেন তিনি। দেশের প্রতি ভালোবাসা রাখা প্রতিটা দেশপ্রেমিক মানুষের আশা শিগগিরই তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হবে।

About Joypur Hat

Check Also

পাঁচবিবি সীমান্তে মাদকসহ একজন আটক

  মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) গতকাল সোমবার রাতে র‌্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও …