Thursday , March 28 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / কালাই / জয়পুরহাটে মাছের মেলাকে ঘিরে উৎসবের আমেজ

জয়পুরহাটে মাছের মেলাকে ঘিরে উৎসবের আমেজ

মো. আতাউর রহমান এবং সেলিম সরোয়ার:

জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উপলক্ষে বসা এক দিনের মাছের মেলাকে ঘিরে এলাকাবাসীর মনে উৎসব আর আনন্দের আমেজ দেখা দেয়।

মঙ্গলবার ভোরবেলা থেকেই কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে থরে-থরে বসা রকমারি স্টলগুলোতে চলে মাছ বেচাকেনার ধুম। মাছের মেলাটিকে ঘিরে এ দিনে নিকটবর্তী ২০-২৫টি গ্রাম-মহল্লার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। তাই এলাকার ধনী, গরীব সব শ্রেণি পেশার মানুষ এ দিন সাধ ও সাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে বাড়ি ফিরে। জানা গেছে, প্রতি বছরের মত এবারেও নবান্ন উপলক্ষে বসা মেলায় বিভিন্ন এলাকা থেকে মানুষ মাছ কিনতে আসে। রুই, কাতলা, মৃগেল, ব্রিগেট, বোয়াল, সিলভার কার্প, বাগারসহ রকমারি প্রজাতির মাছ দিয়ে পসরা সাজায় ব্যবসায়ীরা। মেলায় ওঠা বড় মাছগুলোর ওজন ছিল ১৫ থেকে ১৭ কেজি। উৎসব মুখর পরিবেশে চলে মাছ বেচা কেনা। মেলায় মাছ কিনতে আসা আঁওড়া মহল্লার আনিছুর রহমান, কালাই সদর মহল্লার ফরহাদ হোসেন, তালুকদার পাড়ার শামিম তালুকদার, কামার পাড়ার সুমীর কুমার কুন্ডু, মুন্সিপাড়া মহল্লার মনোয়ার হেসেন, থুপসাড়া মহল্লার হাবিবুল, নওপাড়া গ্রামের কাজল ও তাইজুলসহ অনেকের সাথে কথা হয়। তারা জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করে বসা এ মাছের মেলায় প্রচুর আমদানি সত্বেও দাম হাকা হয় অনেকটা বেশী। মাছ ব্যবসায়ী সাইফুল, শহিদুল, সাদ্দাম, মোরশেদ, লতিফ, তাজুল, রেজাউল ইসলাম ও সাইদুল জানান, মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বেচা কেনা সে তুলনায় কম। তারপরও বেশি লাভেরই প্রত্যাশা করছেন তারা।

About Joypur Hat

Check Also

কালাইয়ে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত

  দুর্যোগ প্রস্তুতিতে লড়বো’ স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় …