Thursday , March 28 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / বিনোদন / আজিজুল হাকিমের অবস্থা স্থিতিশীল

আজিজুল হাকিমের অবস্থা স্থিতিশীল

লাইফ সাপোর্টে থাকা কারোনা আক্রান্ত অভিনয়শিল্পী আজিজুল হাকিমের অবস্থা স্থিতিশীল। তবে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন।

খবরটি জানিয়েছেন অভিনেতা রওনক হাসান।

তিনি বলেন, “আজিজুল হাকিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। ব্লাড প্রেশার ও অক্সিজেন লেবেল ভালোর দিকে। তবে এখনো শঙ্কামুক্ত নন।”

এখনো আজিজুল হাকিমের জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকদের আশা শনিবার বিকেল নাগাদ এ অবস্থার উন্নতি হবে।

আজিজুল হাকিমের ফুসফুসে পানি জমেছে, প্রেশার লো এবং হালকা শ্বাসকষ্ট আছে। এসব জটিলতাগুলো দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন চিকিৎসকেরা।

পরিবারের পক্ষ থেকে অভিনেতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে আজিজুল হাকিম নিজের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। সঙ্গে জানান, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও ছেলে মোহাইমেন রিদোয়ান হৃদ কভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

তারা মঙ্গলবার করোনা পরীক্ষা ফলাফল হাতে পান। শুক্রবার সকালে অভিনেতাকে লাইফ সাপোর্টে নেওয়ার খবর পাওয়া যায়।

এ দিকে জিনাত হাকিম ও হৃদ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

করোনা আবহে কয়েক মাস ঘরে থাকলেও গত মাসে একটি ধারাবাহিক নাটকের শুটিং করেছেন নব্বই দশকের জনপ্রিয় তারকা আজিজুল হাকিম। এ ছাড়া সম্প্রতি মেয়ে নাযাহের পরিচালনায় একটি তথ্যচিত্রে অংশ নেন।

About Joypur Hat

Check Also

শত শিশুর সঙ্গে গাইবেন পার্থ-নিশিতা

এবার শত শিশু শিল্পীর সঙ্গে ‘জয় বাংলা’ গানটি গাইবেন জনপ্রিয় দুই শিল্পী পার্থ বড়ুয়া ও …