এরশাদুল বারী তুষার,জয়পুরহাট
করোনাকালীন পরিস্থিতিতে জয়পুরহাটের সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৩১ জন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ সমায় জেলা প্রশাসক শরীফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।