Friday , March 29 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / জয়পুরহাট সদর / জয়পুরহাট পৌরসভার উন্নয়নমূলক কাজের উদ্বোধন

জয়পুরহাট পৌরসভার উন্নয়নমূলক কাজের উদ্বোধন

শাহাদুল ইসলাম সাজু,জয়পুরহাট

জয়পুরহাট পৌরসভার ৩টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এর মধ্যে সদর রাস্তা থেকে বাগিচা পাড়া, মাষ্টারপাড়া থেকে সুগারমিল পর্যন্ত দুটি সড়ক ও খঞ্জনপুর মিশন থেকে পাহাড়পুর সড়ক পর্যন্ত একটি ড্রেন নির্মাণ করা হবে।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিআইআইপি) প্রকল্পের আওতায় ৩টি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৪ লাখ টাকা।
এ সময় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, কাউন্সিলর মুক্তারাম দাস, সাহেদুল আহসান সোহেল, মুশফিকুর রহমান বুলু, রোজি বেগম, জয়পুরহাট পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ টি এম মোস্তাফিজুর রহমান, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সাংবাদিক রতন কুমার খাঁ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ দুটি সড়ক ও একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে পৌরসভার সকল রাস্তা পাকা করা হবে। যাতে করে পৌরসভার জনগণকে কোন ভাবেই কাঁদার ওপর দিয়ে চলাচল করতে না হয়।

 

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button

About Joypur Hat

Check Also

জয়পুরহাটে নিরাপদ মাছ চাষে জেআরডিএম এর আর্থিক সহায়তা পেল জেলার মৎস্যচাষিরা

আতাউর রহমান নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় জয়পুরহাটে …