ছাদেকুল ইসলাম, নবাবগঞ্জ
যথাযথ নিয়ম মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দিনাজপুর নবাবগঞ্জে ভ্রমণপিয়াসী দের জন্য উত্তরবঙ্গের ঐতিহাসিক বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী আজ থেকে উন্মুক্ত করে দিয়েছেন কতৃপক্ষ ।
স্বপ্নপুরীর ম্যানেজার মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনে, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা প্রতিষ্ঠানটি খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।যাতে করে করোনা সংক্রমণ না ঘটে সেদিকে খেয়াল রাখছি।
করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন করার পাশাপাশি দেশের সকল পর্যটক কেন্দ্র গুলো বন্ধ ঘোষণা করেন বাংলাদেশ সরকার।
সেই থেকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ ও ঐতিহাসিক পিকনিক স্পট স্বপ্নপুরী বন্ধ ছিল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেঁধে দেওয়া নিয়ম মেনে আজ মঙ্গলবার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে আগের মত আবারো মানুষ ঘুরতে যেতে পারবে স্বপ্নপুরীতে।