আব্দুল বাতেন,কালাই
জয়পুরহাটে কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ লা সেপ্টেম্বর) সকালে উপজেলার বিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শহিদুল ইসলাম কালাই উপজেলার বিয়ালা গ্রামের জামেদ আলীর ছেলে। তিনি মাছ চাষ করতেন।
ওসি তদন্ত আব্দুল মালেক জানান, শহিদুল ইসলাম তার নিজ পুকুরে মাছ চাষ করেন। সকালে পুকুরের বৈদ্যুতিক লাইনের বাতি সংযোগ বন্ধ করতে গিয়ে অসাবধানতাবশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম।