Friday , March 29 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / কৃষি ও কৃষক / হিলিতে ফের কাঁচা মরিচের দাম বেড়েছে

হিলিতে ফের কাঁচা মরিচের দাম বেড়েছে

হিলি স্থলবন্দরে দু’দিনের ব্যবধানে আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। শনিবার একদিনেই হিলি স্থ’লবন্দর দিয়ে ২০টি ট্রাকে ১২৪ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এরপরেও দাম বাড়তির দিকে।

রবিবার হিলি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ১২০-১২৫ টাকা এবং খুচরা বাজারে বিক্রি প্রতি কেজি ১৫০টাকা।

অপরদিকে দিনাজপুর শহরের বাজারে পাইকারী প্রতি কেজি বিক্রি হয় ১৬৫-১৭০টাকা এবং খুচরা বাজারে তা প্রতি কেজি ১৮০-২০০ টাকা। যা দুইদিন আগেও খুচরা বাজারে ১৬০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কয়েকজন কাঁচামরিচ আমদানিকারক জানান, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। ভারতের নাগপুর, গুলডাঙ্গা ও বিহার এলাকা থেকে কাঁচামরিচ আমদানি হলেও নাগপুর ও গুলডাঙ্গায় বন্যা হওয়ায় বর্তমানে শুধু বিহারে কাঁচামরিচের উৎপাদন থাকায় সেখান থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে। বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সেদেশেই দাম বেড়েছে। যার কারণে বেশি দামে কিনতে হচ্ছে। এতে করে দেশের বাজারে কাঁচামরিচের দাম বাড়ছে।

About Joypur Hat

Check Also

জয়পুরহাটে আলু চাষে ব্যস্ত চাষিরা

এরশাদুল বারী উত্তরের জেলা জয়পুরহাটেরকৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলুর বীজ রোপনে। গত মৌসুমের তুলনায় …