দিলদার হোসেন ,পাঁচবিবি
বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের মধ্যে মাস্ক, গাছের চারা ও উন্নত জাতের সবজি বীজ বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা পাঁচবিবি মাল্টিপারপাস ডেবলোপমেন্ট অর্গানাইজেশন (পামডো)।
‘বাড়ির আঙিনায় শাকসবজি চাষ’ কর্মসূচির আওতায় উপজেলার উত্তর ধুরইল গ্রামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার। প্রাকৃতিক দুর্যোগ ও করোনার প্রাদুর্ভাবে সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় খাদ্য, পুষ্টি ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলার ২১ টি গ্রামের প্রায় ৫ হাজার আদিবাসী নারী সদস্যদের মাধ্যে গাছের চারা, বীজ বিতরণ ছাড়াও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করবে সংস্থাটি।