Monday , November 23 2020
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / জয়পুরহাট সদর / বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে সেলাই মেশিন প্রদান

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে সেলাই মেশিন প্রদান

ওমর আলী বাবু,জয়পুরহাট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পত্নী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং এবং অসহায়দের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু।

আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

আলোচকরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন আদর্শ নিয়ে নারীদের জীবন গড়ার আহাবান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার অসহায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ।

About Joypur Hat

Check Also

জয়পুরহাটে চিনিকল বন্ধের শঙ্কায় শ্রমিক সমাবেশ

এস.ডি সাগর, জয়পুরহাট লোকসানের কারণে জয়পুরহাটে চিনিকল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে …