বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে ডাকা ৯ জন ফুটবলারের শরীরে মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার ১২ জন ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে পাঁচজনের শরীরেই ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।
তারা হলেন- আবাহনী লিমিটেডের হয়ে খেলা মোহাম্মদ টুটুল হোসেন বাদশা, সোহেল রানা ও শহীদ আলম এবং বসুন্ধরা কিংসের হয়ে খেলা মোহাম্মদ ইব্রাহিম ও সুশান্ত ত্রিপুরা।
এ নিয়ে ২৪ জন খেলোয়াড়ের মধ্যে ৯ জনের শরীরেই করোনাভাইরাস ধরা পড়লো। এর মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হওয়া এই অনুশীলনে বড় ধাক্কা খেলো বাংলাদেশ দল। শুক্রবার আরো ৭ জন ফুটবলার বাফুফেতে রিপোর্ট করবেন বলে জানা গেছে। তাদেরও দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করানো হবে। যদি ফলাফল নেগেটিভ আসে তাহলেই কেবল গাজীপুরের সারাহ রিসোর্টের ক্যাম্পে যোগ দিতে পারবেন তারা।
এর আগে বুধবার ক্যাম্পে থাকা ১১ ফুটবলারের সঙ্গে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২০ জনের করোনা পরীক্ষা করানো হয়। এদের মধ্যে ৩ জন ফুটবলারের কোভিড-১৯ পজেটিভ হয়।
তারা হলেন- এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম। এই তিনজনই জাতীয় দলের ক্যাম্পে প্রথমবার ডাক পেয়েছিলেন। এর মধ্যে নাজমুল ও বাবলু পুলিশ এফসির এবং সুমন রেজা উত্তর বারিধারার হয়ে খেলে থাকেন। বাফুফের ব্যবস্থাপনায় তাদের নমুনা পরীক্ষা করানো হয়।
বসুন্ধরা কিংসের হয়ে খেলা জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষের শরীরেও ভাইরাসটি শনাক্ত করা হয়। তিন দিন আগে নিজস্ব ব্যবস্থাপনায় তিনি নমুনা পরীক্ষা করান। ফল পজেটিভ আসায় বুধবার বাফুফেতে তিনি রিপোর্ট করেননি।