Friday , March 29 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home / স্বাস্থ্য / রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ১২ হাজার ছাড়ালো

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ১২ হাজার ছাড়ালো

ডেস্ক রিপোর্ট:রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। সোমবার (২৮ জুলাই) নতুন ২১৮ জন শনাক্তের পর বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৯ জন।

মঙ্গলবার শনিবার (২৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার রাজশাহীতে ১১৫ জন, নওগাঁয় একজন, নাটোরে আটজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ৭১ জন এবং সিরাজগঞ্জে নতুন ২১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে সর্বোচ্চ ৪ হাজার ৬২৬ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৮৬৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪১৬, নওগাঁয় ৯২২, নাটোরে ৪০৫, জয়পুরহাটে ৬৬৭, সিরাজগঞ্জে ১ হাজার ৩১৫ জন এবং পাবনায় ৮২২ জন শনাক্ত হয়েছেন।

সোমবার বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ১৬৫ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

রোববার বিভাগের ২৫১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৯৫ জনই রাজশাহীর বাসিন্দা। এ দিন চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নওগাঁর ১০ জন, নাটোরের ৪৫ জন, বগুড়ার ৩৮ জন, সিরাজগঞ্জের সাতজন এবং পাবনার ৩৭ জন সুস্থ হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৬ হাজার ১৯২ জন।

 

About Joypur Hat

Check Also

শজিমেক হাসপাতালে হার্টের ব্লক অপসারণ কার্যক্রম শুরু,সুফল পাবে জয়পুরহাটসহ ১২ জেলা

  বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হার্টের ব্লক অপসারণ (এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং) …